ন্যাশনাল পলিসি ডায়লগ এ সিসিক মেয়র

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৭, ২০২১
০৯:৫৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৯:৫৯ অপরাহ্ন



ন্যাশনাল পলিসি ডায়লগ এ সিসিক মেয়র

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’র (এলআইইউপিসিপি) ‘ন্যাশনাল পলিসি ডায়লগ’ অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। 

রবিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনায়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি। 

অনুষ্ঠানের সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহ নগরের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে, নগর উন্নয়নে নেয়া সরকারী-বেসরকারী প্রকল্প প্রনয়নের ক্ষেত্রে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মতামত গ্রহন করলে উন্নয়ন কাজ আরো টেকসই হবে।’ 

সিসিক মেয়র তার লিখিত বক্তব্যে বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান চাহিদার কারণে গ্রাম থেকে নগরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি অব্যাহত থাকলে নগরের জনসংখ্যা গ্রামের চেয়ে কয়েকগুন বেড়ে যাবে। ফলে, নগরে বাসস্থানের সংকট নিরসনে বস্তিবাসির সংখ্যা বাড়বে। সংকটে পড়বে স্বাস্থ্য ও শিক্ষা খাত। কর্মসংস্থানের অভাব দেখা দেবে।’ 

তিনি বলেন, ‘জনসংখ্যার চাপে নাগরিক সেবার মান নিয়ন্ত্রনে রাখা চেলেঞ্জ হয়ে পড়বে। তাই নগর কতৃপক্ষের দক্ষতা ও সক্ষমতা আরো বাড়াতে হবে। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষন দিয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে।’ 

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নতুন এই চ্যালেঞ্জ মোকাবেলায় নগর ও শহর কতৃপক্ষকে আর্থিকভাবে আরো সমৃদ্ধি অর্জন করতে হবে। কমাতে হবে কেন্দ্রীয় সরকারের উপর আর্থিক নির্ভরতা। তিনি উল্লেখ্য করেন, ইতিমধ্যেই সিলেট সিটি করপোরেশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব আয় বাড়িয়েছে।’ 

সিসিকের নিজস্ব আয় বর্ধিতকরণের লক্ষে নানা উদ্দ্যোগ হাতে নেয়ার কথাও তুলে ধরেন তিনি। 

নাগরিক সেবার মান আরো টেকসইকরণের জন্য একটি ‘জাতীয় নগর উন্নয়ন’ পরিকল্পনা হাতে নেয়ার প্রস্তাবও করেন সিসিক মেয়র। 

অনুষ্ঠান অন্যান্য আলোচকের মধ্যে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আ ম ম নাসিরউদ্দিন।

বি এন-০৪