সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২১
০৬:৪৫ অপরাহ্ন
নতুন বছর শুরুর আমেজ এখনো রয়ে গেছে। এর মধ্যে মৃত্যুর সংবাদ শুনলো বলিউড। মারা গেলেন কমেডি সিনেমা ফুকরে খ্যাত অভিনেতা ওলানোকিয়োটান গোলাবো লুকাস।
হিন্দুস্তান টাইমস জানায়, ফুকরের প্রযোজক ফারহান আখতার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃসংবাদ জানিয়ে শোক প্রকাশ করেন।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ফুকরে সিনেমায় ববির চরিত্রে দেখা যায় লুকাসকে। সিনেমাটির প্রযোজনার দায়িত্বে ছিল ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানির এক্সেল এন্টারটেনমেন্ট।
শনিবার এক টুইটে ফারহান লেখেন- ‘আমাদের প্রিয় কাস্ট, ওলানোকিয়োটান গোলাবো লুকাস যে ববির চরিত্রে অভিনয় করেছিল ফুকরেতে, সে চলে গেল। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। তোমাকে সকলে খুব মিস করবে।'
অন্যদিকে যার বডিগার্ড হিসাবে ফুকরে ছবিতে তাকে দেখা গিয়েছিল, সেই রিচা চড্ডা এদিন লুকাসের স্মরণে একটি ভিডিও শেয়ার করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন, প্রিয় লুকাস, তোমাকে আমি এইভাবেই মনে রাখতে চাই…খুব ভালোভাবে। ধন্যবাদ একজন অসাধারণ মানুষ হওয়ার জন্য, এত প্রাণবন্ত…যে সবসময় খুশি ছড়িয়েছে। শান্তিতে ঘুমিও বন্ধু'।
পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে লুকাসের মৃত্যুর খবর জানিয়ে দুঃখ প্রকাশ করেন ছবির বাকি দুই সদস্য আলি ফজল ও বরুণ শর্মা।
বিএ-০৬