৪১ ও ৪২ তম বিসিএস প্রিলির তারিখ ঘোষণা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৪, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন



৪১ ও ৪২ তম বিসিএস প্রিলির তারিখ ঘোষণা

৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৩ জানুয়ারি)  পিএসসির এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

সভায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঠিক করা হয়েছে ১৯ মার্চ। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। দুটি পরীক্ষাই সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। 

৪১তম বিসিএসের জন্য আবেদন করেন ৪ লাখ ৭৫ হাজার জন। চিকিৎসকদের জন্য বিশেষ ৪২তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩১ হাজারের বেশি।

৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ২,১৩৫ জন এবং ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে।

৪১তম বিবিএসের সব পরীক্ষা আগের নিয়মেও হলেও ৪২তম বিসিএস পরীক্ষার নম্বর বণ্টন নিয়ে পিএসসি বিজ্ঞপ্তিতে বলেছে, ৪২তম বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে থাকবে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা।

২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), গাণিতিক যুক্তির (১০) ও মানসিক দক্ষতা (১০) এর উপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

 

এএফ/০৩