সিলেট মিরর ডেস্ক
                        জানুয়ারি ১৪, ২০২১
                        
                        ০১:৩৬ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জানুয়ারি ১৪, ২০২১
                        
                        ০১:৩৬ পূর্বাহ্ন
                             	
                        
            
    ‘সংশপ্তক’ নাটকের মালু চরিত্রের কথা নিশ্চয় সবার মনে আছে। অভিমান থেকে লম্বা সময় ধরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মালুখ্যাত মুজিবুর রহমান দিলু। হঠাৎ করে আজ বুধবার (১৩ জানুয়ারি) সকালে তাঁর খবর পাওয়া গেল। তবে অভিনয়ের কোনো কাজে নয়, জানা গেছে তিনি এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। বড় ছেলে অয়ন রহমান জানালেন, তাঁর বাবাকে গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অয়ন জানালেন, বাবার ফুসফুসে সমস্যা ধরা পড়েছে। চিকিৎসক জানিয়েছেন, ‘বাবার শরীরের বাঁ পাশের ফুসফুস ৭০ ভাগ আক্রান্ত হয়েছে। আর ডান পাশেরটা ১০ ভাগ। এদিকে কোভিড-১৯–এর উপসর্গও আছে। আজ টেস্ট করানো হয়েছে। কাল প্রতিবেদন হাতে পেলেই আমরা জানতে পারব কোভিড-১৯–এর অবস্থা।’
অয়ন বললেন, ‘বাবা নিউমোনিয়ায় আক্রান্ত। গতকাল হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আমরা বাবাকে অন্য হাসপাতালের নেওয়ার কথা ভাবছি। দেখা যাক কী করা যায়। তবে গতকাল রাতে অবস্থা যা ছিল, আজ দুপুরে তা কিছুটা ভালো বলেছেন চিকিৎসক।’
এএফ/০১