মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি


জানুয়ারি ১১, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১১, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন



মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন আজ রবিবার (১০ জানুয়ারি) সকালে ওই গ্রামের জীবন রায়ের পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক প্রায় ১ মাস যাবত ছাতিয়াইন বাজারে ঘুরাফেরা করতেন। তবে তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএম/আরআর-০৫