জগন্নাথপুর প্রতিনিধি
জানুয়ারি ০৩, ২০২১
১১:০৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল (চারহাটি) গ্রামের বাসিন্দা।
আজ রবিবার (৩ জানুয়ারি) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদস্র হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে গ্রামের পাশ্ববর্তী গলাখাই গ্রামে শ্রমিক হিসেবে গাছ কাটতে যান মিলন মিয়া। গাছের ডাল কাটার সময় উপরে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনকালে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাখাওয়াত বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
এএ/বিএন-০৭/আরআর-০১