সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০২, ২০২১
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৯শে ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে সিসিইউতে চিকিৎসাধীন।
বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ এভারকেয়ারে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ওনার শরীরে রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন অনেকটা সুস্থ তিনি। মহান আল্লাহর কাছে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর দুইবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে ব্যারিস্টার মওদুদের। তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা তার খোঁজ-খবর রাখছেন।
বি এন-০৪