শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০১, ২০২১
০৯:৩৯ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২১
০৯:৪১ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জে গলায় ফাঁস দিয়ে মারা গেছে প্রভাত মিয়া(৩৫) নামের এক যুবক।
জানা গেছে, মৃত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিরাজ মিয়ার পুত্র। বেশকিছু দিন ধরেই তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল।
গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তার শ্বশুরবাড়ি শায়েস্তাগঞ্জ এর নসরতপুরে সে রাতের খাবার শেষ করে ঘুমোতে গেলে সকালে অনেক বেলা হয়ে গেলে ও দরজা বন্ধ থাকায় তার শ্বশুরবাড়ির লোকজন দরজা ভেঙে তাকে বের করেন।
ওইসময় তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে শায়েস্তাগঞ্জ থানা খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, ‘নিহত প্রভাত মিয়া স্ত্রীর সাথে বিবাদ নিয়েই আত্মহত্যা করেছে, এ ঘটনার দিন তার স্ত্রী ও শ্বশুরবাড়ি ছিল না। নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে।’
এস ডি/ বি এন-০২