বিয়ানীবাজারের সাত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনোনীত

বিয়ানীবাজার প্রতিনিধি


জানুয়ারি ০১, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০১, ২০২১
১২:৫৮ পূর্বাহ্ন



বিয়ানীবাজারের সাত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনোনীত

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে সিলেটের বিয়ানীবাজারের ৭টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের একটি রেস্তোরাঁয় উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আখতার হোসেন খান জাহেদ ও সিদ্দিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ৭ ইউনিয়নের আহ্বায়কের নাম ঘোষণা করা হয়।

এর আগে দফায় দফায় বৈঠক করেও উপজেলার ইউনিয়নগুলোতে আহ্বায়ক মনোনীত করা সম্ভব হয়নি। স্থানীয় বিএনপির গ্রুপিং-কোন্দলের ঢেউ একদম গ্রাম পর্যন্ত পৌঁছার কারণে কমিটি গঠনে গতি হারায় দলটি। বৃহস্পতিবারের সভায় আহ্বায়ক মনোনীত হলেও পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি গ্রুপিং-কোন্দলের কারণে- এমনটি জানিয়েছে বিএনপির বিভিন্ন সূত্র।

উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান স্বাক্ষরিত কমিটিতে আলীনগর ইউনিয়নে সৈয়দ মোয়াজ্জেম হোসেন, চারখাইয়ে অহিদ আহমদ তালুকদার, শেওলায় জছনু আহমদ, কুড়ারবাজারে চেয়ারম্যান আবু তাহের, মাথিউরায় কছির আলী, তিলপাড়ায় তাজুল ইসলাম ও মুল্লাপুরে মো. মাতাবুর রহমানকে মনোনীত করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেলোওয়ার হোসেন মুক্তা, আব্দুস সবুর, চেয়ারম্যান আব্দুল মান্নান, আতাউর রহমান, সরওয়ার হোসেন, এডভোকেট আহমদ রেজা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ফয়সল উদ্দিন, আব্দুল কুদ্দুস, জামিল আহমদ, হারুনুর রশীদ, লিয়াকত আলী, এম সাইফুর রহমান, তাজুল ইসলাম, আলী হাসান, তানভীর আহমদ, নাজিম উদ্দিন, সাইফ উদ্দিন, মানিক মিয়া প্রমুখ।

সভায় অবশ্য সর্বসম্মত সিদ্ধান্তে সাত ইউনিয়নের আহবায়কগণের নাম ঘোষণা করা হয়। আগামী দুইদিনের মধ্যে এসব ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভিন্ন সূত্র জানায়, স্থানীয় বিএনপিতে দ্বন্দ্ব-সংকট প্রকট হওয়ার কারণে প্রায় ৭ মাস পর ইউনিয়ন বিএনপির আহবায়কদের নাম ঘোষণা করা হলো। তবে এখনও আরও ৩টি ইউনিয়নে আহ্বায়ক ঘোষণা করা সম্ভব হয়নি।

 

এসএ/আরআর-০৫