ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির শোক

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ৩১, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০
০৪:১৪ পূর্বাহ্ন



ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির শোক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের দুই বারের সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্বনামধন্য অধ্যাপক ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপ-উপাচার্য ড. আতফুল হাই শিবলী ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় রাত ৮টা ১৯ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিএ-১৩