বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সব গ্রন্থ আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে দিতে চান শরিফ উল্লাহ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৯, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সব গ্রন্থ আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে দিতে চান শরিফ উল্লাহ
সিলেট প্রেসক্লাবে মতবিনিময়

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সমৃদ্ধ সব বাংলা গ্রন্থ ইংরেজিতে অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে দিতে কাজ করছেন কানাডা যুবলীগের সভাপতি শরিফ উল্লাহ। গ্রন্থগুলোর সন্ধানেই করোনার এই দুর্যোগকালে তিনি দেশে এসেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানিয়েছেন। 

লিখিত বক্তব্যে শরিফ উল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যে সকল প্রকাশনার ইংরেজি অনুবাদ হয়নি, সেগুলো সংগ্রহ করে আমি ইংরেজিতে অনুবাদ করাতে চাই। পরবর্তীতে সেগুলো বিশে^র বিভিন্ন দেশে সরবরাহ করব।’ তিনি বলেন, ‘লকডাউনে প্রবাস জীবনে আমার সময় কেটেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পাঠ করে। এই সময় আমার মনে নতুন চিন্তার উদ্রেক করেছে। প্রবাসী প্রজন্ম, বাঙালি কিংবা ভিনদেশি সবার হাতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গ্রন্থ পৌঁছে দিতে প্রবাসী দলীয় নেতাকর্মীসহ বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করেছি। এতে বিপুল সাড়াও পেয়েছি। দেশের সমৃদ্ধ প্রকাশনাগুলোর মধ্য থেকে বাছাই করা ২০টি বইকে আমরা ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে চাই।’

শরিফ উল্লাহ বলেন, ‘প্রবাসে থেকেও আমরা দেশের কৃষ্টি মেলে ধরার চেষ্টা করে আসছি সবসময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা প্রবাসে বসে গর্ব করি দেশকে নিয়ে। বিদেশিদের সাহায্য ছাড়াই পদ্মা সেতু করে প্রধানমন্ত্রী  প্রমাণ করেছেন এ দেশের মানুষ আত্মমর্যাদাশীল। পৃথিবীর অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জ্বলজ্বল করছে। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনায়কদের চিন্তার খোরাক দেয়।’ মতবিনিময়কালে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ, প্রয়াত রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ প্রয়াত নেতাদের স্মরণ করেন। সময় সুযোগ হলে সিলেটের জাতীয় নেতাদের জীবনীও এক মলাটে ইংরেজিতে অনুবাদের আশা প্রকাশ করেন তিনি।

বিএ-০২