১ জানুয়ারি থেকে সিলেটের তিন রুটে চলবে বিআরটিসির বাস

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৯, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন



১ জানুয়ারি থেকে সিলেটের তিন রুটে চলবে বিআরটিসির বাস
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক

আগামী ১ জানুয়ারি থেকে সিলেটের নতুন তিনটি রুটে বিআরটিসির বাস চলবে। সোমবার সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বিআরসিটি কর্তৃপক্ষের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সড়কে বিআরটিসির বাস আটকানো, কাউন্টারে হামলা-ভাঙচুর ও ব্যবস্থাপককে লাঞ্ছিত করার একদিন পর এ সিদ্ধান্ত এলো। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে সদ্য চালু হওয়া বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকবে। ১ জানুয়ারি থেকে তিন রুটে বাস চলাচল করবে। সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া ও বিআরটিসি সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলী।

গত ২২ ডিসেম্বর সিলেট থেকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়। এ দিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও বাসের যাত্রী পরিবহন শুরু হয় গত রবিবার। কিন্তু প্রথম দিন সকালেই শ্রীমঙ্গল রুটে বাস চলাচলে বাধা দেন পরিবহন শ্রমিকেরা। এ সময় তারা বিআরটিসির কাউন্টারে তালা ঝুলিয়ে দেন। ভাঙেন বিআরটিসির ডিপো ব্যবস্থাপকের ব্যবহৃত জিপের পেছনের গ্লাস। লাঞ্ছিত করা হয় ব্যবস্থাপককে। বিআরটিসির কয়েকজন কর্মচারীও মারধরের শিকার হন। পুলিশ প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শেরপুরে বিআরটিসির একটি বাস আটকে দেন শ্রমিকরা। যদিও পরিবহন মালিক-শ্রমিকরা হামলার বিষয়টি অস্বীকার করেন। তবে বাস চলাচলে বাধা দেওয়ার কথা স্বীকার করেন। 

এর আগে সুনামগঞ্জ ও ভোলাগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস চালুর সময়ও বাধা দেন পরিবহন মালিক-শ্রমিকরা। সেসময় বিআরটিসির বাস ভাঙচুর ও ধর্মঘটও পালন করা হয়। শ্রমিকদের প্রতিবাদের মুখেই এই দুই রুটে চারটি করে বাস চলাচল করছে।

গত রবিবারের ঘটনায় গতকাল সোমবার বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক ও বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন। বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক নেতারা বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবি জানান। কিন্তু বাস চলাচল বন্ধের পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেননি তারা। প্রশাসন বিআরটিসি বাস পরিচালনার ক্ষেত্রে অটল থাকলে শ্রমিক নেতারা উদ্ভুত সমস্যা সমাধানে আরও তিন দিন সময় চান। এরপর প্রশাসনের পক্ষ থেকে তিনদিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ১ জানুয়ারি থেকে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটে বিআরটিসি বাস চলাচলের চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় মালিক-শ্রমিক নেতাদের।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিআরটিসি সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলী, সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সভাপতি আবুল সালাম, সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশসহ মালিক-শ্রমিকের বিভাগীয় নেতৃবৃন্দ, মহানগর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি জানান, বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিআরটিএ ও বিআরটিসির উর্ধ্বতন কর্তকর্তা এবং বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতে সভা অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে বিআরটিসি সিলেট ডিপোর অপারেশন ম্যানেজার জুলফিকার আলী সিলেট মিররকে বলেন, ‘সোমবার সিলেট বিভাগীয় কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়। এ সময় পরিবহন মালিক-শ্রমিকরা বাস চলার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাতে ৩ দিন সময় চান। তাদেরকে ৩ দিন সময় দেওয়ার পাশাপাশি ১ জানুয়ারি থেকে বাস চলাচলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।’

সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ‘বিআরটিসি বাস চলার বিষয়ে সিদ্ধান্ত জানাতে আমরা ৩ দিন সময় চেয়েছি। এ সময় আগামী ৩১ তারিখ পর্যন্ত বিআরটিসির বাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

এনএইচ/বিএ-০১