শিক্ষার ‘আলোক বর্তিকা’ শিক্ষক গোপাল দেবনাথকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৯, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৯, ২০২০
০১:০৮ পূর্বাহ্ন



শিক্ষার ‘আলোক বর্তিকা’ শিক্ষক গোপাল দেবনাথকে স্মরণ

বালাগঞ্জে আলোক বর্তিকা হয়ে শিক্ষার আলো ছড়ানো শিক্ষক গোপাল দেবনাথকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে স্মরণ করেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সরকারি ডি. এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবসরপ্রাপ্ত এই শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৪'র শিক্ষার্থীদের উদ্দোগে স্মরণ সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

রবিবার (২৭ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন পালনের সময় উপস্থিত ছিলেন ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল রঞ্জন দাস, সিনিয়র শিক্ষক একরামুল হক, তুলসি দাস, গোবিন্দ চন্দ্র চক্রবর্তীসহ সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

শুরুতেই নীরবতার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত শিক্ষক গোপাল দেবনাথকে। এরপর তাঁর স্মরণে বিদ্যালয় প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

বিদ্যালয়ের ২০১৩ এসএসসি ব্যাচের জহীর উদ্দিন বিজয় ও ২০১৪ এসএসসি ব্যাচের মিঠু বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় শিক্ষক গোপাল দেবনাথের সাফল্যমন্ডিত কর্মজীবন, তার বুন্ধসুলভ আচরণ, ভিন্ন ধারনার পাঠদান এবং শিক্ষার্থী ও তার সহকর্মীর সাথে নানান স্মৃতির কথা তুলে ধরেন বক্তারা।

ইংরেজি বিষয়ের শিক্ষক গোপাল দেবনাথ ১৯৮৭ সালের ১৫ সেপ্টেম্বর বালাগঞ্জ বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা শেষে ২০২০ সালের ৪ মার্চ অবসরে যান। গত ২০ ডিসেম্বর ভোরবেলা তিনি মৃত্যুবরণ করেন।

এনএইচ/বিএ-০১