শতাব্দী সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২০
০৪:০৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৪:০৫ অপরাহ্ন



শতাব্দী সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো

 

শতাব্দী সেরার গ্লোব সকার ট্রফি জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! দুবাইয়ে রবিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় ট্রফি। বার্সেলোনা তারকা মেসি এবং লিভারপুল তারকা মহম্মদ সালাহকে হারিয়ে শতাব্দী সেরা ফুটবলার হন সিআর সেভেন। তবে এই পুরস্কার দেওয়া ২০০১-২০২০ সময়ের ফুটবল শৈলীর বিচারে।

সেরার পুরস্কার নিয়ে রোনালদো বলেছেন, ‘যারা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন, তাদের সকলের কাছে কৃতজ্ঞ। এই পুরস্কার নতুন উদ্যমে লড়াই করতে প্রেরণা দেবে।’ 

তিনি আরও বলেছেন, ‘এই পুরস্কার ব্যতিক্রমী। আশা করি আরও কয়েক বছর খেলতে পারব এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন গোটা পৃথিবীকে এগোতে হচ্ছে, সেই ছবিও পাল্টে যাবে। আমরা সবাই আগের মতো আনন্দ করতে পারব।’

একই মঞ্চে বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেয়নডস্কি পেয়েছেন বছরের সেরা ফুটবলারের সম্মান। বছরের সেরা কোচ বায়ার্নেরই হান্স দিয়েতের ফ্লিক। বিশেষ পুরস্কার পেলেন স্পেন দলের সাবেক অধিনায়ক ইকের কাসিয়াস।

এএন/০২