আবুল হোসেন ছিলেন চিরবিপ্লবী নেতা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন



আবুল হোসেন ছিলেন চিরবিপ্লবী নেতা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে গেছে।’

রবিবার বিকেল ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাবেক সভাপতি কমরেড আবুল হোসেন স্মরণে জেলা কমিটি আয়োজিত শোক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘কমরেড আবুল হোসেন পার্টির তৃণমৃল থেকে কাজ করে কেন্দ্রীয় সদস্য হয়েও অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি পার্টির দুর্দিনের কান্ডারী ছিলেন। সিলেটে পার্টির প্রতিষ্ঠাকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত একজন কর্মী ছিলেন। জামাত-শিবিরের উগ্রতার বিরুদ্ধে সিলেটের বাম রাজনীতিতে গুরুত্ব ভূমিকা পালন করেছেন। কাজেই আবুল হোসেন ছিলেন ওর্য়াকার্স পার্টির চিরবিপ্লবী নেতা।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ধীরেন সিংহ, সিলেট জেলা ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজ আলী, বাসদ মার্কসবাদী সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ¦ল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবুজাফর, গণফোরাম সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট আনসার খাঁন, জালালাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আরমান আহমেদ শিপলু।

বক্তব্য দেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেটের হিমাংশু মিত্র, নারী কাউন্সিলর নাজনীন আক্তার কণা, উদীচী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিক, মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলার যুগ্ম আহবায়ক আব্দুলাহ খোকন, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি মাসুদ রানা চৌধুরী, সংবাদপত্র এজেন্ট হাফিজুল্লাহ প্রমুখ।

আরসি-০৯