নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২০
০৭:১৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৭:১৮ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিলেট নগরে তাদের বাসাবাড়ি ও জমি জোরদখলের অনেক অভিযোগ পাওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ সংক্রান্ত অভিযোগ পেলেই পুলিশ অ্যাকশনে যাচ্ছে।’
রবিবার দুপুরে সিলেট প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসএমপির হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে। এমনকি, এসএমপিতে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। যাদের ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসবে তারা চাকরি হারাবে।
অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি.এম. আশরাফ উল্যাহ তাহের-এর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, এসএমপি’র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত কশিনার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এসএমপি কমিশনার তার বক্তব্যে আরও বলেন, ‘ভোরবেলা ফাঁকা শহরে নানা অপরাধ ঘটে যায়। এই সময়ে সিলেটকে নিরাপদ রাখার বিষয়েও এসএমপি পদক্ষেপ নিচ্ছে।’
সাংবাদিকরা জাতি গঠনে কাজ করেন উল্লেখ করে এসএমপি কমিশনার বলেন, ‘পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে। আমাদের উভয়ের লক্ষ্য একই। পুলিশ-সাংবাদিকের মেলবন্ধন একটি সুন্দর দেশ গঠনে সহায়ক হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নগরের ফুটপাতে হকার সমস্যা ও যানজট নিরসন, অবৈধ পার্কিং, অবৈধ অটোরিকশা, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, তৃতীয় লিঙ্গের হয়রানি, প্রবাসীদের জায়গা ও বসতবাড়ির নিরাপত্তা এবং কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে ‘প্রেস’ লাগো ব্যবহার করে অবৈধ কার্যক্রম সম্পাদন সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
তাদের বক্তব্যের প্রেক্ষিতে এসএমপি কমিশনার বলেন, ‘ইতোমধ্যে সিলেট সিটি মেয়রের সহযোগিতায় হকারদের লালদিঘিরপাড়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে নগর হকারমুক্ত হবে। যানজট ও অবৈধ পার্কিং নিরসনে এসএমপি’র ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।’ জনগণকে সচেতন করতে সংবাদকর্মীদের এ বিষয়ে লেখালেখি করার আহবান জানান তিনি।
তৃতীয় লিঙ্গের কেউ বাসাবাড়িতে গিয়ে হয়রানি করলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন নিশারুল আরিফ। নগরের লোকজনকে দ্রুত সেবা দিতে প্রত্যেক থানায় কিউ.আর.টি টিম গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরসি-০৫