চলন্ত বাসে ধর্ষণচেষ্টার প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন



চলন্ত বাসে ধর্ষণচেষ্টার প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জে মানববন্ধন

দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসব মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সচেতন নাগরিকবৃন্দ : সিলেট থেকে দিরাইগামী বাসে কলেজছাত্রীকে চালক ও হেলপারের সহযোগীতায় ধর্ষণচেষ্টার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুজন পুরকায়স্থের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, পরিবেশ ও হাওড় উন্নয়নের সভাপতি কাশমির রেজা, কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি কামরুল আনাম চৌধুরী, সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজের মুখপাত্র এম. এ. মতিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. মাসুক মিয়া, কার্তিক বাবু, যুবলীগ নেতা শংকর চন্দ্র বৈষ্ণব, যুবলীগ নেতা মোমেন, ছাত্রলীগ নেতা দীপক অধিকারী, মোজাহিদ, সুয়েব, শিহাব শাহরিয়ার, আহসান আঞ্জুম, সৈয়দ মিঠু, মাহবুব আলম, মাহমুদুল হাসান সাগর, আশিষ দাস, সঞ্জয় নাথ, সজল সূত্রধর, নিকলেশ রায়, সৌরভ দাশ, সনুজ কান্তি দাস, সুজন সরকার, রঞ্জন দাস, রিংকু দাস, নিরুপম দাস, জনি দাস, বিজয় দেবনাথ, সঞ্জয়, উজ্জল পাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের অনেক জায়গায় চলন্ত বাসে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এখনই তাদের শাস্তির আওতায় না আনলে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকবে। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তাই অপরাধীদের ফাঁসি দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি : এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে জেলা নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির ব্যানারে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, আয়োজক সংগঠনের সদস্য আইনজীবী এ আর জুয়েল, শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

বক্তারা বলেন, ‘নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজের চেয়ে কথাই বেশি হয়। সরকারের নানা উদ্যোগ থাকার পরও ধর্ষণ ও নির্যাতনের ঘটনা কমেনি। দিরাইয়ের ঘটনায় বাস মালিক-শ্রমিকেরা দায় এড়াতে পারেন না। দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শান্তি নিশ্চিত করতে হবে।’

আরসি-০২