সিলেট ষ্টেশন ক্লাবের নির্বাচনে সদরউদ্দিন প্যানেল জয়ী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৭, ২০২০
০৫:৪২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০৫:৪২ পূর্বাহ্ন



সিলেট ষ্টেশন ক্লাবের নির্বাচনে সদরউদ্দিন প্যানেল জয়ী

সদরউদ্দিন আহমদ চৌধুরী

সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট পদে বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী পুনঃনির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন সদরউদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বাধীন একমাত্র প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে। 

সিলেট ষ্টেশন ক্লাবে প্রতি বছর ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনের দিন ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবারও যথারীতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ক্লাবের অধিকাংশ সদস্যই নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে মত দেন। এ অবস্থায় সর্বসম্মতভাবে সদরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি মাত্র প্যানেল জমা পড়ে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই প্যানেলের প্রার্থীদের জয়ী গোষণা করেন নির্বাচন কমিশনের আহŸায়ক মাসুক আহমদ জায়গীরদার।  

প্রেসিডেন্ট ছাড়াও নির্বাচিত অন্যরা হচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট মো. আবু বকর হিরন, সদস্য অর্থ ও পরিকল্পনা বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, সদস্য ব্যবস্থাপনা বিভাগ এনায়েত আহমদ, সদস্য উন্নয়ন আবাসিক বিভাগ মোহাম্মদ হাসনাইন, সদস্য, ক্রীড়া বিভাগ রাফি ইব্রাহিম, সদস্য বিনোদন বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য সাংস্কৃতিক বিভাগ মোহাম্মদ আলতাফ এবং সদস্য আপ্যায়ন বিভাগ মো. আখলাকুর রহমান চৌধুরী। এদের মধ্যে সদস্য আপ্যায়ন বিভাগ ও সদস্য বিনোদন বিভাগ পদে নতুন মুখ এসেছেন। বাকিরা বিদায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। 

এর আগে সকালে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ক্লাব মিলনায়তনে শুরু হয়। ক্লাবের সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সভায় ক্লাবে আগামী বছরের বাজেট পেশ, গত বছরের আয়-ব্যয়ের হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন, ক্লাব সদস্য নাসিম হোসেইন, শমসের জামাল, খন্দকার বজলুর রহমান বাহার, শাহ মো. মোসাহিদ আলী অ্যাডভোকেট, নওশাদ আহমদ চৌধুরী অ্যাডভোকেট, মোহাম্মদ নজরুল ইসলাম, আজাদ উদ্দিন, সাব্বির আহমেদ মোশান্না, এনায়েত আহমদ, আজাদ বক্ত চৌধুরী, আনোয়ার হোসেন রানা, বিজিত চৌধুরী, মো. আজাদ উদ্দিন, জিয়াউল হক, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান, ফেরদৌস চৌধুরী রুহেল, দেলোয়ার জাহান চৌধুরী, মো. আবু বকর হিরণ, হারুন আল রশিদ দিপু, অ্যাডভোকেট মো. আকতার হুসাইন প্রমুখ।

 

এএফ/০৫