সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন জিনাত বরকতুল্লাহর মেয়ে বিজরী বরকতুল্লাহ। তিনি মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
বিজরী বরকতুল্লাহ দেশ বলেন, ‘আম্মার অবস্থা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে। গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখন আর বিস্তারিত বলতে ইচ্ছা করছে না। শুধু বলবো, সবাই দোয়া করবেন।’
জিনাত বরকতুল্লাহ করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন বিজরী বরকতুল্লাহ। ‘নন কোভিড’ ইউনিটে চিকিৎসাধীন আছেন জিনাত বরকতুল্লাহ।
বিএ-০৬