জকিগঞ্জে জাপার মেয়র প্রার্থী ফারুক

জকিগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ২৭, ২০২০
০১:৩০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০১:৩০ পূর্বাহ্ন



জকিগঞ্জে জাপার মেয়র প্রার্থী ফারুক

আব্দুল মালেক ফারুক

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) দলীয় মনোনয়ন পেয়েছেন পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান সাংসদ গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক পত্রে আব্দুল মালেক ফারুককে জকিগঞ্জ পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

দলীয় মনোনয়ন পেয়ে আব্দুল মালেক ফারুক জানান, উপনির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে তিনি ১৫ মাসে দৃশ্যমান উন্নয়নের সূচনা করেছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে তখন উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতে পারেননি। এবার নির্বাচিত হলে তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। স্থানীয়দের পরামর্শে উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

 

ওএফ/আরআর-১০