জকিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৭, ২০২০
০১:১৫ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জের বারহালের লুৎফর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে ট্রাস্টের কার্যালয় বারহালের সাবেক চেয়ারম্যান মরহুম জাকির চৌধুরীর বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়।
ট্রাস্টের সহ-সভাপতি মাওলানা আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সহসভাপতি সাংবাদিক এখলাছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শাহবাগ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুয়াইবুর রহমান, মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, ক্যাডেট হোমের অধ্যক্ষ শুভ্রকান্তি দাস চন্দন, বারহাল এহিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, বারহাল গাউছিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুক আহমদ, যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, প্রধান শিক্ষক শফিকুল হক, ট্রাস্টের সদস্য শিক্ষক মাহমুদুর রহমান, ট্রাস্টের সদস্য শিক্ষক নেজাম উদ্দিন, ট্রাস্টের সদস্য শিক্ষক নজমুল ইসলাম লস্কর, আব্দুল হাদী চৌধুরী, ছাদিক আহমদ তাপাদার, দেলোয়ার হোসেন হিরা, নেজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীর হাতে ট্রাস্টের পক্ষ থেকে নগদ ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি তুলে দেন।
বৃত্তি বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝরে পড়া রোধ করতে শিক্ষার্থীদের নিয়ে লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের ভাবনা ব্যতিক্রমী এবং অনন্য। বৃত্তি বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি হয়। এতে শিক্ষার মান বৃদ্ধি পায়। লুৎফর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাসান চৌধুরী যে উদ্যোগ নিয়েছেন তা মহৎ ও প্রশংসনীয়। তার মতো অন্য প্রবাসীরাও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে এলে অসচ্ছলরা ঝরে পড়া, শিশুশ্রম থেকে রেহাই পাবে। ফলে এলাকায় বেকারত্ব ও অপরাধ প্রবণতা কমে আসবে।
বক্তারা ট্রাস্টের সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদের একান্ত প্রচেষ্টায় জকিগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে। আগামী বছর মেধার মূল্যায়ন করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে। শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীরাও ভূমিকা রাখলে নতুন প্রজন্ম দক্ষ মানবসম্পদে পরিণত হবে।
ওএফ/আরআর-০৮