জামিন পেলেন বিশ্বনাথ বিএনপির দুই কর্মী

বিশ্বনাথ প্রতিনিধি


ডিসেম্বর ২৫, ২০২০
০১:২২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
০১:২২ পূর্বাহ্ন



জামিন পেলেন বিশ্বনাথ বিএনপির দুই কর্মী

সিলেটের বিশ্বনাথ থানার পুলিশের দায়েরকৃত একটি মামলায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের যুবদল নেতা ও রামপাশা ইউনিয়নের ছাত্রদল নেতা জামিন লাভ করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সিলেটের স্পেশাল জজ (জেলা ও দায়রা) বজলুর রহমান তাদের জামিন মঞ্জুর করেছেন। 

জামিনপ্রাপ্তরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও লামাকাজি ইউনিয়ন যুবদলের সভাপতি আবেদুর রহমান আছকির এবং রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিমুল আহমদ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট খালেদ হোসাইন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বশির আহমদ। তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকালে জামিনপ্রাপ্ত ওই দুই নেতার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদে নির্বাচনের দিন সরকারি কাজে বাধা, প্রিজাইডিং অফিসারসহ সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে পুলিশের ওপর হামলা ও নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি ভাঙচুর করার অভিযোগে পরদিন ৩০ অক্টোবর বিশ্বনাথ থানার পুলিশ বাদী হয়ে পুলিশের দায়েরকৃত ৩৫ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও আরও বিএনপির ১২০ নেতা-কর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করে (মামলা নম্বর ২০)। ওই মামলার এজাহারনামীয় আসামি যুবদল নেতা আবেদুর রহমান আছকির ও ছাত্রদল নেতা শিমুল আহমদকে সম্প্রতি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

 

এমএ/আরআর-০৪