সিলেটে সীমিত পরিসরে পালিত হবে বড়দিন

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৪, ২০২০
০৭:০৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৭:০৬ অপরাহ্ন



সিলেটে সীমিত পরিসরে পালিত হবে বড়দিন
বর্ণিল সাজে প্রেসবিটারিয়ান চার্চ

আগামীকাল শুক্রবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এ ধরায় প্রভু যিশুর আগমন ঘটেছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে অন্য বছরের মতো এবার বড়দিনে থাকছে না উৎসব। ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে পালিত হবে বড়দিন। সিলেটে বড়দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সহায়তার জন্য প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর পুলিশও।

বড়দিন উপলক্ষে নগরের নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সাজানো হয়েছে বর্ণিল সাজে। এছাড়া নগরের অন্যান্য গির্জায়ও নেওয়া হয়েছে বড়দিনের প্রস্তুতি। গতকাল বুধবার সন্ধ্যায় নয়াসড়ক চার্চে গিয়ে দেখা যায়, চার্চের সম্মুখে দুটি ক্রিসমাস ট্রিকে সাজানো হয়েছে রঙবেরঙের লাইট দিয়ে। চার্চসহ আশেপাশের এলাকায়ও করা হয়েছে আলোকসজ্জা। প্রতিবছর বড়দিনের সন্ধ্যায় বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে জড় হতেন এই চার্চে। চার্চের পক্ষ থেকেও থাকত বিভিন্ন আয়োজন। তবে করোনার কারণে এবার জনসমাগম বা বড়দিনের অন্যান্য উৎসব আয়োজন বাতিল করা হয়েছে।

প্রেসবিটারিয়ান চার্চ সূত্রে জানা যায়, সরকারের বিধি-নিষেধ অনুযায়ী কোভিড-১৯ এর কারণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের অনুষ্ঠানসমূহ স্থগিত করা হয়েছে। এ জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এদিকে, বড়দিন উপলক্ষে চার্চে আজ বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় ডিকন নিঝুম সাংমার পরিচালনায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও বিশ^ শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনার পর বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হবে।

এদিকে, বড়দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গতকাল বুধবার বিকেল চারটায় মহানগর পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সোহেল রেজা পিপিএম, উপকমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপকমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিলেট প্রেসবিটারিয়ান চার্চ খ্রিষ্টিয়ান মিশন নয়াসড়কের সভাপতি ডিকন নিঝুম সাংমা, প্রেসবিটারিয়ান চার্চ,  খ্রিষ্টিয়ান মিশন নয়াসড়কের প্রতিনিধি মাইকেল রঞ্জন বিশ্বাস, ইন্মনূয়েল ব্যাপিস্ট চার্চ শিবগঞ্জের প্রতিনিধি জেমস ফলিয়া, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি বিধান বিশ্বাস, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি গডেন বিশ্বাস, মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চের প্রতিনিধি ডোনাল্ড বিশ্বাস, বালুচর ক্যাথলিক চার্চের প্রতিনিধি যোসেফ হাউই, খাদিম নগর ক্যাথলিক চার্চের প্রতিনিধি জর্জ ত্রিপুরা, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, সিলেট সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শওকত আলী জেদ্দারসহ বিভিন্ন চার্চ ও গীর্জার প্রতিনিধি।

নয়াসড়ক প্রেসবিটারিয়ান চার্চে বাস করা আন্ড্রিয় সিলেট মিররকে বলেন, ‘বড়দিনকে ঘিরে আমাদের এখানে প্রতিবছর উৎসবমুখর পরিবেশ বজায় থাকত। খেলাধুলা, কনসার্ট সব মিলিয়ে অন্যরকম এক আনন্দ থাকত। তবে এবার চিত্র সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র চার্চকে একটু সাজানো হচ্ছে। এতটুকুই আমাদের এবারের আয়োজন।’

এ বিষয়ে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা সিলেট মিররকে বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে এবার সীমিত পরিসরে আমরা বড়দিন উদযাপন করব। প্রতিবছর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়। তবে এবার করোনার কারণে এসব কিছুই থাকছে না।’

এনএইচ/বিএ-০৩