প্রায় ৬ কোটি বকেয়া বিল পরিশোধ করেছে সিসিক

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৪, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৬:২৬ পূর্বাহ্ন



প্রায় ৬ কোটি বকেয়া বিল পরিশোধ করেছে সিসিক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্ন্তগত ৪টি ডিভিশনকে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি ৬৮ লাখ ঊনষাট হাজার টাকা পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন।

আজ  বুধবার বিকেলে নগর ভবনে ২০২০ অর্থ বছরের সিলেট সিটি করপোরেশনের বিদ্যুৎ বিলের চেক হস্তান্তর ও আপত্তিকৃত বিল নিরসন সংক্রান্ত সভা শেষে বকেয়া বিল পরিশোধের চেক হস্থান্তর করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী শেখ মো. আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, মো. রকিবুল হাসান, রতন কুমার রায় চৌধুরী, এ.বি.এম মহসিন উদ্দিন প্রমুখ।

আরসি-০৩