সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খাঁন বলেছেন, ‘শিক্ষার গ্রহণের জন্য শরীর ও মন সুস্থ রাখা প্রয়োজন। আর শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলা এবং বিনোদন বিশেষ ভূমিকা রাখে। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুরা যাতে পড়ালেখাকে চাপ মনে না করে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট সোনামণিদের জন্য উপহার প্রদান করেছেন।’
বুধবার আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘নীড বেইসড প্লেয়িং এক্সেসরিজ’ স্থাপনা কার্যক্রমের উদ্বোধন ও ডেমো উম্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মো. আব্দুল মুস্তাকিম, আমেরিকান রিপাবলিকাল পার্টির রিপাবলিকান ন্যাশনাল কমিটি প্রেসিডেন্টশিয়াল অ্যাডভাইজরি বোর্ড ইউএসএ ও আজীবন সদস্য মো. আব্দুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খাঁন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. নাহিদ পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ কুমার পাল দীপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মেদিনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শায়েস্তা তালুকদার, বিএমডির চেয়ারম্যান শামিম আহমদ, বিএমডির ভিসি ওমর মাহদী, এসএমসির সহ সভাপতি শরীফা বেগম, শিক্ষক অভিভাক সমিতির সভাপতি এমদাদুর রহমান, শাহীনুর রশীদ, আনোয়ার সিদ্দিকী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা ইয়াছমিন, মাহবুব আরা পল্লবী, সামিয়া খাতুন, ফাহমিদা মুন্তাজ তালুকদার ও সালমা আক্তার মিতা প্রমুখ।
আরসি-০২