সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৬:০৯ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারম এককে এনটিভির জেলা প্রতিনিধি মারুফ আহমদ চ্যাম্পিয়ন ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন দীপক বৈদ্য দিপু রানারআপ হয়েছেন।
মঙ্গলবার বেলা ১টায় খেলা শুরু হয়। এতে অংশ নেন মোহাম্মদ বদরুদ্দোজা বদর, আব্দুর রশিদ মো. রেনু, আব্দুল বাতিন ফয়সল, মো. ফয়ছল আলম, ইকবাল মাহমুদ, এম এ মতিন, আনিস রহমান, মো. দুলাল হোসেন, শাহ মো. কয়েছ আহমদ, সজল ছত্রী, প্রত্যুষ তালুকদার, গোলজার আহমেদ, মো. মারুফ হাসান, শ্যামানন্দ দাশ, হাসান মো. শামীম, ইদ্রিছ আলী, সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন ও মাহমুদুর রহমান মিলন।
আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার ক্যারম দ্বৈত খেলা অনুষ্ঠিত হবে। খেলায় অংশ নিতে ইচ্ছুক সদস্যদের বেলা ১টার মধ্যে ক্লাবে এসে নাম তালিকাভুক্ত করতে হবে। পরে ড্রয়ের মাধ্যমে খেলা শুরু হয়ে ওইদিনই ফাইনাল পর্যন্ত সম্পন্ন করা হবে।
আরসি-০১