চূড়ান্ত পরীক্ষাকে কেন্দ্র করে শাবি ছাত্রলীগের পাঁচ দফা দাবি

শাবি প্রতিনিধি


ডিসেম্বর ২৪, ২০২০
০৫:৫২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৫:৫৫ পূর্বাহ্ন



চূড়ান্ত পরীক্ষাকে কেন্দ্র করে শাবি ছাত্রলীগের পাঁচ দফা দাবি

আসন্ন স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষায় সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে মেয়েদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানান।

ছাত্রলীগের পাঁচ দফা দাবি সমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ক্রেডিট ফি ও সেমিস্টার ফি মওকুফ করা, অন্যথায় ফি ব্যতিত পরীক্ষা গ্রহণ করে পরবর্তীতে ওই ফি সমূহ প্রদানের সুযােগ দেওয়া। মেয়েদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষা নেওয়া। গরীব ও করােনার কারণে অস্বচ্ছল মেধাবী পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা। সকল পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মােতাবেক যত দ্রুত সম্ভব পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন সময়ে টিউশন ফি এবং পরিবহন ফি মওকুফের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।

এনএইচ/আরসি-২৪