সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২০
০৪:১৮ পূর্বাহ্ন
নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। বুধবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ তথ্য জানিয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
জানা গেছে, অসুস্থতা অনুভব করলে বাসা থেকে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্নান হীরা আরণ্যক নাট্যদলের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্বও পালন করেছেন।
নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।
তিনি ছিলেন একজন প্রশংসিত নির্মাতাও। তিনি ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এ ছাড়াও, ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।
তার মৃত্যুতে নাট্যঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিএ-০৪