সিলেটে জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৩, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৬:৫৮ অপরাহ্ন



সিলেটে জিন এক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা শুরু

এবার সিলেটে জিন এক্সপার্ট মেশিনে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। নগরের শাহী ঈদগাহের সরকারি বক্ষব্যাধি হাসপাতালে গত সোমবার থেকে সীমিত পরিসরে এ পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাইনি ও সার্জারির রোগীদের মধ্যে যাদের জরুরিভিত্তিতে করোনার নমুনা পরীক্ষার ফল প্রয়োজন তাদের পরীক্ষা করা হচ্ছে এই মেশিনে। প্রথম দিন এই মেশিনে চারটি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোরই ফলাফল নেগেটিভ আসে। আর গতকাল মঙ্গলবার ১৬টি নমুনা পরীক্ষা করে দুই জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়।  

করোনাভাইরাসের সংক্রমণের প্রথম দিকে সিলেট থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরসহ বিভিন্ন ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হত। রিপোর্ট পেতে অনেক সময় লাগত। গত ৭ এপ্রিল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। তখন বিভাগের চার জেলার নমুনা পরীক্ষা করা হত এই ল্যাবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৯ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। গত ৫ ডিসেম্বর সিলেটসহ দেশের ১০ জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘জিন এক্সপার্ট মেশিন দিয়ে সোমবার থেকে সিলেট বক্ষব্যাধি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এই মেশিনে শুধুমাত্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সার্জারি ও গাইনির রোগীদের নমুনা পরীক্ষা করা হবে।’

এনএইচ/আরসি-১১