সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৭:০৮ পূর্বাহ্ন
সিলেটে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরেজমিন গবেষণা বিভাগ সিলেট অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সরেজমিন গবেষণা বিভাগের প্র্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের (বারি অঙ্গ) প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমানের পরিচালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক মো. সালাউদ্দিন, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান। প্রশিক্ষণে বারির এসএসএ/এসএ/এসএসএএও সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
আরসি-০৯