সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
সিলেট থেকে বাংলাদেশ বিমানের লন্ডন ও ম্যানচেস্টারের সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্যে পণ্য রপ্তানি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট চেম্বারের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘মুজিববর্ষে সিলেট-লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইট চালু হওয়া সিলেটবাসীর জন্য একটি উপহার। বহুল কাক্সিক্ষত সিলেট-লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইটটি আমাদেরকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র শাক-সবজির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদেরকে দেশীয় অন্যান্য পণ্য রপ্তানির সুযোগ নিতে হবে।’
রপ্তানি বাণিজ্যে বিরাজমান যেকোনো সমস্যা সমাধানে তিনি সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে রপ্তানি গুরুত্বপূর্ণ একটি খাত। তাই সরকার সব ধরনের রপ্তানি পণ্যকে করমুক্ত রেখেছেন। যেকোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে তাই সরকারি আইন-কানুন মেনে চলতে হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ আহমদ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলা ব্যবস্থাপক মো. ফারুক আলম।
স্বাগত বক্তব্য দেন, জালালাবাদ ভেজিটেবিল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. হিজকিল গুলজার।
ব্যবসায়ীরা বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমদানি-রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যা অচিরেই পূর্বের অবস্থায় ফিরে যাবে বলে আমরা আশাবাদী। ইউরোপে পণ্য রপ্তানির লক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে ঢাকার শ্যামপুরে একটি সেন্ট্রাল ওয়্যার হাউজ রয়েছে, যেখান থেকে গত ৩ বছর ধরে ইউরোপে পণ্য রপ্তানি হচ্ছে। সিলেটে এরকম একটি ওয়্যার হাউজ স্থাপন করা প্রয়োজন।’
সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ।
আরও বক্তব্য দেন, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সিলেটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ পরিচালক রতনেশ্বর ভট্টাচার্য, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, পিন্টু চক্রবর্তী, পরিচালক মো. আমিনুজ্জামান জোয়াহির, ফখর উস সালেহীন নাহিয়ান, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, মো. লায়েছ উদ্দিন, মেট্রোপলিটন চেম্বারের সাবেক ১ম সহ সভাপতি মো. আব্দুল জব্বার জলিল, বিশিষ্ট রপ্তানিকারক মাহি উদ্দিন আহমদ সেলিম, কাস্টম্স এর সহকারী কমিশনার (বিমানবন্দর) মো. আল আমিন, বাংলাদেশ বিমানের সাবেক জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার, এসিস্টেন্ট ম্যানেজার কমার্শিয়াল মো. মাহমুদুর রহমান, প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশনের অতিরিক্ত উপ পরিচালক মো. সুলতান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খায়রুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট ওমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিএন্ডএফ এজেন্ট গ্রুপের সভাপতি মো. বশিরুল হক, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ ও রপ্তানিকারকগণ। সভা পরিচালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।
আরসি-০১