নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অবস্থিত ‘সান এন্টারপ্রাইজ’ নকল মসলা বাজারজাত করছে। এমন প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত রবিবার তাদের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
র্যাব জানায়, রবিবার দুপুরে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি যেসব পণ্য তৈরি করে সবই নকল। পণ্যে বিভিন্ন জিনিসের সস ও মশলাজাতীয় দ্রব্য রয়েছে।
বিএ-০৮