নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২০
০৬:২৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:২৯ পূর্বাহ্ন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি ওবাইন প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে সদর কোম্পানির একটি দল নগরের লালাদিঘির পশ্চিম পাড় এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটক লিয়াকত ইসলাম (৩৭) লালাদিঘিরপাড় এলাকার বাসিন্দা। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন রাত ১০টার দিকে শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে মৌলভীবাজারের সদর থেকে মাদকসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দরগা মহল্লা এলাকার মো. মাহমুদ আহমদ (৩৫), জুবেদ মিয়া (২৪) ও আগনসী এলাকার ইয়াউর মিয়া (২৭)। তাদের কাছ থেকে ৪২ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব। পরে মৌলভীবাজার সদর থানায় আসামিদের হস্তান্তর করা হয়।
এদিকে, রবিবার বেলা দেড়টায় সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মো. বুরহান উদ্দিন (৩০) উপজেলার বারহাল এলাকার বাসিন্দা। তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএ-০৭