সিসিকের অভিযান, ৯ মামলা

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২২, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২২, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন



সিসিকের অভিযান, ৯ মামলা

স্বাস্থ্যবিধি ও ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন। অভিযানকালে ৯টি মামলা ও ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের বন্দরবাজার এলাকায় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পথচারীরা মাস্ক, স্বাস্থ্যবিধি ও মোটরসাইকেলে হেলমেট ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস সিলেট মিররকে বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় এবং নিরাপদ সড়ক আইন ২০১৮ লঙ্ঘন করায় সিসিকের অভিযানে ৯টি মামলা ও ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।’ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সিলেট সিটি করপোরেশনের সচেতনতামূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিএ-০৩