নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২০
০৫:৩৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৭:২১ অপরাহ্ন
সাংগঠনিক সফরে সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) শাখাওয়াত হোসেন শফিক।
প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ৩টি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে জনসংযোগ ও জনসভায় অংশ নিতে তিন দিনের সাংগঠনিক সফরে আজ সোমবার সকালে সিলেটে এসে পৌঁছাবেন।
সিলেট সফরকালে তিনি আগামী ২১ শে ডিসেম্বর বিমানযোগে সিলেট এসে পৌঁছাবেন। পরবর্তীতে একইদিনে সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায়, ২২ শে ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবং ২৩ শে ডিসেম্বর মৌলভীবাজার জেলা বড়লেখা পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে জনসংযোগ, ও জনসভায় অংশ নিবেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান তার সাংগঠনিক সফরের তথ্যটি নিশ্চিত করে বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সিলেটে স্বাগত জানাতে যাব। পরে তিনি সেখান থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে তিনি পৌরসভার নির্বাচনী জনসভাগুলোতে যোগ দেবেন। প্রার্থীদের নির্বাচনী প্রচার কাজেও অংশ নেবেন।
আরসি-১১