৪৪ প্রার্থীর মনোনয়ন জমা, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ছাতক প্রতিনিধি


ডিসেম্বর ২১, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৭:০১ অপরাহ্ন



৪৪ প্রার্থীর মনোনয়ন জমা, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর (সাধারণ) ও কাউন্সিলর (সংরক্ষিত) পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী রয়েছেন। রবিবার শেষ দিনে প্রার্থীরা অধিকাংশ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে, এ সময় আচরণবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই ছিল না। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল, শোডাউন করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে দেখা গেছে।

প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধির ১১ ধারার ১ নং উপধারায় উল্লেখ রয়েছে- ‘মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করা যাইবে না বা প্রার্থী ৫ জনের অধিক সমর্থক লইয়া মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারিবেন না।’

কিন্তু রবিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র পদপ্রার্থী রাশিদা বেগম ন্যান্সি প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। বিকেল ৪টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরীও একইপথ অনুসরণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হন। এছাড়া অন্যান্য পদের প্রায় সকল প্রার্থীই ছোট-বড় মিছিল নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হন।

এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সকল প্রার্থীকে অবহিত করা হয়েছে। কিন্তু অধিকাংশই আচরণবিধি ভঙ্গ করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। আগামীতে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ছাতক পৌরসভার পঞ্চম নির্বাচনে এবার ৩০ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামী ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি ছাতকসহ সুনামগঞ্জ, মৌলভীবাজারের কয়েকটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএ-২৫