যুবসমাজ একটি সুন্দর দেশ গড়ার কারিগর : ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২০
০৪:৩২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৪:৩২ পূর্বাহ্ন



যুবসমাজ একটি সুন্দর দেশ গড়ার কারিগর : ফয়সল চৌধুরী

‘যুবসমাজ একটি সুন্দর দেশ গড়ার কারিগর’ বলে উল্লেখ্য করেছেন রয়েল সিটির  চেয়ারম্যান ও সিলেট জিমখানার সভাপতি ফয়সল আহমদ চৌধুরী। বিয়ানীবাজারের জাগরণ যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ‘রুহুল আলম খাঁন ষষ্ঠ নাইট মিনি ফুটসাল টুর্নামেন্ট ২০২০-২১'- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলার রামধা বাজারে গত শুক্রবার রাত ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘খেলাধুলার মাধ্যমে যুবসমাজ বিপথে যাওয়া থেকে রক্ষা পায়। আর সুপথে থাকা যুবক ও তরুণরা সুস্থ সমাজ গড়ার কারিগর। তাই আজকের যুবক ও তরুণদের একটি সুন্দর সমাজ বা দেশ গড়ার স্বার্থে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।’

তিনি জাগরণ যুুব সমাজ কল্যাণ সংঘের ফুটসাল টুর্নামেন্টের ব্যাপক প্রশংসা করে বলেন,‘এমন একটা উদ্যোগের জন্য আয়োজকরা প্রশংসা পেতেই পারেন। এতে যেমন খেলোয়াড় তৈরি হবে তেমনি স্থানীয় খেলাধুলা প্রিয় মানুষজন বিনোদনের সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সমভ্রমের মূল্যে পাওয়া এই ভূখণ্ড আজ অরক্ষিত, গণতন্ত্র নির্বাসিত। এ অবস্থায় সামাজিক শান্তি বজায় রাখতে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। দেশের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এলাকার বিশিষ্ট মুরুব্বি হারুন হেলাল চৌধুরীর সভাপতিত্বে রাশেদ উল ইসলাম ও আকরাম সিদ্দিকীর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী ও অনুষ্ঠানের পৃষ্টপোষক রুহুল আলম খাঁন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সমাজসেবক জিয়াউল বারী চৌধুরী সাইনু, জাফরুল আহমদ লালন, আবুবক্কর পাখি, আব্বাসুজ্জামান আব্বাস, আব্দুল বাছিত চৌধুরী, আব্দুল বাছিত, এ এম মহিবুল হাসান, মারুফ আহমদ চৌধুরী, আবুল কাশেম দুলাল, সাদেক আহমদ চৌধুরী, সুয়েব উদ্দিন খাঁন, এবাদুল হক সুমন, সুলেমান আহমদ খাঁন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে জকিগঞ্জের দিশারী সমাজ কল্যাণ সংস্থা ও হেতিমগঞ্জের ডার্ক হর্স নিমাদল।

এনএইচ/বিএ-০৫