সিলেট মিরর ডেস্ক
                        ডিসেম্বর ০৯, ২০২০
                        
                        ০৪:৩২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
                        
                        ০৪:৩২ পূর্বাহ্ন
                             	
                        
            
    জয়া আহসানের মুকুটে এবার যুক্ত হলো মাদ্রিদ জয়ের পালক। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ সেরা নারী অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি।
ভারতীয় ছবি ‘রবিবার’-এর জন্য এই স্বীকৃতি পেলেন। সিনেমাটি আরও একটি পুরস্কার জিতেছে, চিত্রনাট্যের জন্য সেরা হয়েছেন পরিচালক অতনু ঘোষ। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন দেশের ১৮ জন অভিনেত্রীর মধ্যে আমি নির্বাচিত হয়েছি। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর দিলেন অতনু দা! ভালো লাগছে তিনিও পুরস্কার পেয়েছেন। অতনু দা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, বুম্বা দা (প্রসেনজিৎ) অনেক সহযোগিতা করেছেন এটা বড় করে বলতে হবে আমাকে।’
গত ৬ সেপ্টেম্বর অনলাইনে এই উৎসবের ফলাফল ঘোষণা করা হয়। তবে সেটির প্রতিধ্বনি জয়া-অতনুদের কাছে এতোটা বিলম্বে আসার কারণ খুঁজে পাওয়া যায়নি।
গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পায় ‘রবিবার’ ছবিটি। এখানে প্রথমবারের মতো জুটিবেঁধে কাজ করেন দুই বাংলার সেরা দুজন প্রসেনজিৎ ও জয়া আহসান। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশেও মুক্তি পায়।
বিএ-১৩