ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২০
০৪:২৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২০
০৪:২৬ পূর্বাহ্ন



ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। যশোরের মুরালি গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

যশোরের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কয়লাবাহী ট্রাকটি রেলক্রসিংয়ের গেট ভেঙে লাইনের ওপর চলে আসলে দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়েছে। ট্রাকটি অপসারণের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

দুর্ঘটনার পর থেকে যশোর ও খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে। 

চাচঁড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, যাত্রীবাহি ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাত ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। মুড়ালি রেলক্রসিং অতিক্রম করার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। চুর্ণ-বিচুর্ণ হয়ে যায় ট্রাকটি।

দুর্ঘটনায় হতাহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।

বিএ-১৬