সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চারজনকে আটক করেছে র্যাব। শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন র্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
শুক্রবার সকাল ৫টা থেকে শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে ফজলুল হক মাস্টারের বাড়িটি ঘিরে রাখে র্যাব।
মহিউদ্দিন মিরাজ জানান, গত শনিবার রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে অভিযানে যায় র্যাব।
স্থানীয়রা জানান, প্রায় আড়াই মাস আগে ঐ বাড়িটি ভাড়ায় নিয়ে বসবাস শুরু করে কয়েকজন। আগে থেকে কেউ আন্দাজ না করতে পারলেও হঠাৎ র্যাব পুলিশের অভিযান শুরুর পর জানা যায় যে এখানে জঙ্গিরা আস্তানা গেড়েছে।
বিএ-০২