মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২০
১০:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
১০:৩৮ অপরাহ্ন
পহেলা অগ্রহায়ণে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো আমন ধান কর্তন ও নবান্ন উৎসব। উৎসবের আবেশ ছড়িয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নেতৃত্বে কৃষকের ঘরে উঠল নবান্নের পাকা ধান।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
জানা গেছে, এবারে আমন চাষের ভরা মৌসুমে এ অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক অনেকটা কম হয়েছে। এতে মৌলভীবাজার জেলায় বন্যা ও হাওরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়নি। এ সুযোগ কাজে লাগিয়ে জেলার ৭টি উপজেলার কৃষকরা শুরু থেকেই ব্যাপকভাবে রোপা আমন চাষাবাদ করেছেন। অতিবৃষ্টি ও বন্যার কারণে বিগত ১০ বছরে যেসব জমিতে কোনো আমন ফসল লাগানো যায়নি, এ বছর সেসব জমিতেও আমন চাষাবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, মৌলভীবাজারে এ বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ হাজার ২৮০ হেক্টর জমিতে অধিক চাষাবাদ হয়েছে। উৎপাদন ধরা হয়েছে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল। আর প্রতি হেক্টরে উৎপাদন ধরা হয়েছে চার দশমিক ছয় মেট্রিক টন।
সোমবার ধান কাটায় অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসএইচ/আরআর-০১