সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৫, ২০২০
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০২:১২ পূর্বাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা খুবই সংকটজনক। বেলভিউ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর বলেন, ‘আমরা সব রকম চেষ্টা চালালেও চিকিৎসায় প্রায় কোনো সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। ৪০ দিন হাসপাতালে থাকার পরও তার শারীরিক অবস্থা যা, তাতে তাকে মিরাকল ছাড়া সুস্থ করে তোলা একপ্রকার অসম্ভব।' শনিবার বিকেলে এ বিষয়ে হাসপাতাল থেকে তার পরিবারকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথম কয়েকদিন সৌমিত্রর শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছিল। হঠাৎ করেই দিন পাঁচেক পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে আই টি ইউ, পরে ভেন্টিলেশনে দিতে হয়। মস্তিষ্কে সংক্রমণ কোনোমতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বরং কিডনি কাজ করা বন্ধ করে দিতে থাকে। শুরু হয় ডায়ালিসিস।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয়নি। এমনকি তার হিমোগ্লোবিন মাঝে মধ্যেই কমে যেতে থাকে।
শুক্রবার দুপুরের পর থেকে অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। হার্ট স্বাভাবিক ভাবে কাজ করা বন্ধ করে। হার্ট রেট অনেকটাই বেড়ে যায়, কমে যায় রক্তচাপ। ভেন্টিলেশনে অক্সিজেনের মাত্রা বাড়াতে হয়।
বিএ-০৯