সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৬, ২০২০
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৬:০৪ অপরাহ্ন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘরে ঢুকে এক বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ওই নারীকে বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করেছেন। পুলিশ এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ওই নারীর স্বামী মারা গেছেন। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন অন্য এলাকায়। ফলে তিনি একাই ঘরে থাকেন। রবিবার দিবাগত রাত একটার দিকে পাঁচ যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তাঁকে হাত, পা ও মুখ বেঁধে ঘরের বাইরে বাগানে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিএ-২২