গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনা : বাসের চালক গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০১, ২০২০
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২০
০৩:৩৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনা : বাসের চালক গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত চালকসহ ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক জাহেদ আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় এসআই ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরের সুরমা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। জাহেদ আহমদ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত আকবর আলির পুত্র।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা বড়লেখাগামী একটি বাসের সঙ্গে গোলাপগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় গতকাল রবিবার (৩০ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

এফএম/আরআর-০৩