রিয়ালকে বিদায় করে শেষ আটে ম্যান সিটি

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ০৮, ২০২০
১১:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
১১:১৮ পূর্বাহ্ন



রিয়ালকে বিদায় করে শেষ আটে ম্যান সিটি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হারানো ম্যানচেস্টার সিটি রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের শেষ আট নিশ্চিত করেছে।
রাফায়েল ভারানের ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তাদেরকে সমতায় ফেরান করিম বেনজেমা। কিন্তু শেষরক্ষা হলো না। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ভারানের আরেকটি ভুলে জয়সূচক গোল পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। জিনেদিন জিদানের দলকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখে পেপ গার্দিওলার শিষ্যরা।
গত রাতে ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জিতে সিটিজেনরা। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির দুই গোলদাতা রহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুস।
প্রথম লেগে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হারিয়েছিল ম্যান সিটি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ রানারআপরা।
রাতের আরেক ম্যাচে আলিয়াঞ্জ স্টেডিয়ামে ক্রিশিয়ানো রোনালদোর জোড়া গোলে অলিম্পিক লিঁওকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। তবে ঘরের মাঠে জিতেও অ্যাওয়ে গোলের হিসাবে বাদ পড়েছে ইতালিয়ান সিরি'র চ্যাম্পিয়নরা।
আগের লেগে ফরাসি ক্লাব লিঁওর মাঠে জুভরা হেরেছিল ১-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পাওয়া পেনাল্টিতে মেমফিস ডিপাইয়ের গোল।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে আগামী ১৬ অগাস্ট ম্যান সিটির মুখোমুখি হবে লিঁও। ম্যাচটি অনুষ্ঠিত হবে পর্তুগালের রাজধানী লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে।
এএন/০২