সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৫, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরের তিন নম্বর শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
বন্দর সচিব জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বন্দরের ফায়ার সার্ভিস, নিমতলা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।’
আরসি-০৭