সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৮, ২০২০
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০১:৩৪ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। সোমবার (৬ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমাস্থ বেসরকারি এ হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী এই শিল্পী।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। তিনি সিলেট মিররকে বলেন, ‘সংগীতশিল্পী সেলিম চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। তিনি গতকাল সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার জ্বর আছে তবে শ্বাসকষ্ট বা অন্য কোন সমস্যা নেই। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’
এএফ/১২