সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগরের ভার্চুয়াল সভা

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৫, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
১২:৩৮ পূর্বাহ্ন



সহকারী শিক্ষক সমিতি ওসমানীনগরের ভার্চুয়াল সভা

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (১২০৬৮) ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সভা (ভার্চুয়াল) আজ শনিবার (৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সমিতির ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি অজয় দেব। সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত, জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপদেষ্টা অজয় কুমার দে, জেলার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মালেক আহমদ, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহিদুর রহমান রাজু, ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি কামাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ধন মিয়া ও গোয়ালাবাজার ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজন।

সভার শুরুতে করোনা মহামারিতে দেশের বিভিন্ন প্রান্তে প্রাথমিক শিক্ষা পরিবারের শিশু, শিক্ষক, কর্মকর্তাসহ যারা প্রাণ হারিয়েছেন, তাদের সকলের আত্মার মাগফেরাত এবং শিক্ষা পরিবারের সদস্যসহ দেশের করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

পাশাপাশি এই দুর্যোগে শিশুদের পড়ালেখার মানোন্নয়নে করনীয়, নিজেদের ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় টেলিযোগাযোগের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন রাখা এবং শিক্ষকদের সুরক্ষার জন্য বিভিন্ন দাবি দাওয়া ও ১০ বছর পূর্তিতে টাইম স্কেল বাস্তবায়নে কর্তৃপক্ষকে অবহিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

 

ইউডি/আরআর-০৭