গোলাপগঞ্জে গাঁজাসহ একজন আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৪, ২০২০
০৯:৫৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২০
০৯:৫৭ অপরাহ্ন



গোলাপগঞ্জে গাঁজাসহ একজন আটক

সিলেটের গোলাপগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ সুলেমান মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। আটক সুলেমান মিয়া পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ বাবুল মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, করোনাকালেও পুলিশ মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। গোলাপগঞ্জ থানাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

 

এফএম/আরআর-০১