নিজস্ব প্রতিবেদক
জুলাই ০২, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২০
০৭:১১ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সার্জেন্ট আবু বক্কর শাওন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (১ জুলাই) নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে বলে জানিয়েছেন শাওন নিজেই।
তিনি জানান, ২৮ জুন তিনি নমুনা প্রদান করেন। বুধবার রাত সাড়ে এগারোটায় তার নমুনা পরিক্ষার ফলফল নেগেটিভ আসে।
প্রসঙ্গত, করোনাকালে দ্রুত সেবা দিতে এসএমপির কমিশনারের গঠিত ‘কুইক রেসপন্স টিম’-এর সঙ্গে কাজ করছিলেন তিনি।
এর আগে রবিবার (২১ জুন) দুপুরে সিলেট মিররকে সার্জেন্ট শাওন তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বিএ-০২